দাদীমা
তাছলিমা রোজি


দাদীমা আমার হারিয়ে গেছে
অনেক বছর হয়।
ভুলিতে পারিনা আজও তাঁরে,
স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে আমার হৃদয় লোকে রয়।


যখনই দাদীর সঙ্গ নিতাম,
কিচ্ছার ঝুলি খুলে দিত মোরে,
কত কথার মধুরতায় ভরিয়ে দিত মন
বলিত দু'হাত ধরে 'কত দিন দেখিনি তোরে'।


সকলের প্রতি ছিল সমান ভালোবাসা,
বিভেদ ছিলনা মনে,
যাকেই পাইত ডাকিয়া বলিত,
'একটু বস আমার কাছে কথা আছে তোর সনে'।


মায়ের পরশ দিয়া সবার মাথায় ভুলাইত হাত,
দোয়া করিত অন্তর থেকে।
কার ঘরে ছিলনা খাবার কার মুখে নেই আহার,
জিজ্ঞাসিত সবাইকে ডেকে ডেকে।


সংসারের কোন যাতনা মৌন করিত না তাঁকে,
হিংসা বিদ্বেষ ছিলনা মনের গহীনে।
হেসে হেসে বলিত কথা
ছোট বড় ধনী গরীব সকলের সনে।


আজ দাদী নেই ভাবতেই
দু'নয়ন বেয়ে অশ্রু গড়িয়ে পরে।
কত সুন্দর করিয়া 'কবর' কবিতা করিত আবৃত্তি,
আজ নিজেই তিনি সেই অন্ধকার কবরে।


দোয়া করি প্রভু তোমার তরে করুণ মিনতি স্বরে,
আমার দাদীরে তুমি দিয়ো জান্নাত
সকল গুনাহ্ ক্ষমা করিয়া কবুল করিও আমার মোনাজাত।