নামটি তোমার
উম্মে সালমা তুলতুল।
তোমার হৃদয় গহীনটা যেন
সদ্য ফোটা এক সুগন্ধী ফুল।


তোমার কাজল কালো হরিণী চোখ
থাকেনা কখনো নীরব।
তোমার অপলক দৃষ্টির নির্বাক চাহনিতে
মিশে আছে এক ঝাঁক পাখির মিষ্টি কলরব।


তোমার গোলাপী ঠোঁটের কোণায়
জোনাকিরা মিটিমিটি আলো ছড়ায়।
তোমার হাসির ঝংকারে নদীর বুকে
কলকল সুরে ঢেউ খেলে যায়।


তোমার মেঘ বরণ চুলের ডগায় যখন
দক্ষিণা সমিরনের দোলন লাগে,
বসন্তের আগমনী বার্তায় কোকিলের কণ্ঠে তখন
সুরের মূর্ছনা জাগে।


তুমি চাঁদের উপমায় গড়া
তাই জোছনার সবটুকু রঙ মেখেছ গায়ে।
স্নিগ্ধ সকালে গাঁয়ের মেঠো পথে
যখন তোমার পদচিহ্ন পড়ে।
ভোরের শিশির কণা গুলি তোমায়
স্বাগত জানায় দু'পায়ে জড়ায়ে।


তোমার চঞ্চলা মনের মাধুরী মেশানো কথোপকথনে
শেষ বিকেলের সূর্য হাসে।
তুমি লক্ষ তারার মাঝে একটাই চাঁদ
যার সোনালী আলোয় আঁধারে মুক্তা ভাসে।


সব মিলিয়ে তুমি এক রূপসী কন্যা
হয়তো বা ডানা কাটা পরী।
আমার কল্পলোকের আল্পনায় আঁকা
এক অপরূপা সুন্দরী নারী।।