চুয়াল্লিশ বছরের এই তুমি এখনও
জীবনকে ভাসিয়ে নিয়ে চল –
লাবন্যের আভা, বিষন্নতা ,একাকিত্তের অম্বুনীধিতে।
কখনও দিয়েছ জল নিদ্রানীশি জেগে,
কখনও উঠেছে ঝড় স্তম্ভিত হৃদয় পাঁজর ভেঙ্গে।
চেয়েছ ভিন্নতা, একা পথ চলার,
জীবন থমকে দিয়েছ বহুবার, গল্প বলার নেশায়।
কতো-দিন  গড়িয়েছে সূর্য দিগন্তের ছায়ায়,
সরষে ফুলের রঙ ছিল তাতে
তোমার মর্তসীমায়।