নীলিমা আজ মেতেছে দেখ রঙেরই খেলায়
পাখির কূজন নুপুর দেখ মেঘবালিকার পায়,
রক্তিম আভা ছড়িয়ে দিয়ে সূর্যি ডুবি যায়
চেয়ে দেখ ওই আভা যেন আলতা মাখা পায়।


রংতুলিতে আঁকছে দেখ চড়ুই ফিঙে ময়নায়
স্নিগ্ধ পবনে দুলিয়ে পাখা পায়রা চিঠি পৌঁছায়,
ব‍্যাঙ্গমা আর ব‍্যাঙ্গমিতে ঘরে ফিরে যায়
পাখির কূজন নুপুর দেখ মেঘবালিকার পায়।


রুপোলি চাদর টেনে নিয়ে রাত্রি নেমে আসে
সোনালি আভা দিতে জোনাকি নামে ঘাসে,
ঝিঁঝিঁপোকা গান ধরে বাঁশ বাগানের মাঝে
তারাগুলো লুকিয়ে পড়ে মেঘমালারই কাছে।


রাতের গভীর অন্ধকারে লক্ষী পেঁচা জাগে
কোথাও পথিক একলা জেগে শত অনুরাগে,
কেউবা আবার জেগে ওঠে ঊষাকালের আগে
নীলাম্বরী সেজেই থাকে শরৎ কিংবা মাঘে।।