বিকালের রবি
যেন জলছবি,
আঁকিবুকি কাটে
আকাশের গায়,
ছোটো ছোটো নুড়ি
গল্প ঝুড়ি ঝুড়ি
সমুদ্র সুধায়।


ছোটো নুড়ি কহে,
পুরানো সেদিন
কত না রঙিন,
পাহাড় যেদিন
ভাঙিল যে মোরে,
তবে থেকে ঘুরি
সংসার পুরি,
ঝরনা সাগর
কত না নগর,
হিসাব কোথায়?


যত দিন যায়
হয়ে লয় ক্ষয়,
চিনেছি নতুনে
নিজেকে যতনে,
ফেলে আসা দিন
অতীতের নামে,
ছোটো নুড়ি আমি
আগামী সংগ্রামে।।