রক্তে রাঙানো স্বাধীনতা


না জানি কত তপস্যার ফল,
কত যুবক-বৃদ্ধের লড়ার গল্প,
সকল ষড়যন্ত্র করে নিষ্ফল,
খুঁজেছে  পরাধীনতার বিকল্প।


ঝরেছে কত রক্ত তিরঙ্গা মাঝে,
রক্তের দাগ আজও বক্ষ খাঁজে,
বিদ্রোহের আগুন আজো জ্বলে
শত মীরজাফরকে পোড়াবে বলে।


স্বাধীনতা যারা ক্ষুন্ন করতে চায়,
তারা পার পাবে না নিশ্চয়,
নেতাজীর রক্ত  শিরায় উপশিরায়,
মনে আজো ক্ষুদিরাম দোলা দেয়।


ভারতবাসীর বক্ষে রেখে কান
শুনতে পাবে 'গাহি সাম‍্যের গান'
বিভেদ যারা করিতে চায় সৃষ্টি,
স্বাধীন ভারতের প্রতি তাদের কুদৃষ্টি।


ঐক‍্যতানের সুর করিবে তাদের ভস্ম,
তাদের বিভেদ মন্ত্রে তারাই হবে নিঃস্ব,
স্বাধীনতার স্বাদে তারা নয় তো তৃপ্ত,
তারা আজো করে কুমন্ত্রণার দাসত্ব।


তারা হয়তো ব্রিটিশের উত্তরসূরি,
অমানবিকতায় নেই যে তাদের জুড়ি,
তাদের কর্মফল তারা পাবে,
আপামর দেশ অমলিন রবে।।


©Tasneem (কল্পতরু)