রাজপথে দেখ কত অসহায় মানুষ ভয়ে ডরে রাত কাটায়,
সেই পথে আবার উৎসবে লক্ষ কোটি ফুল ছড়ায়,
না খেতে পেয়ে ডাস্টবিনে খাবার খোঁজে কতজনায়,
পেয়েও খাবার নষ্ট করা ফ‍্যাশন দেখায় শতজনায়,
নারীর চাই সমান অধিকার লড়াই চলে চারিদিকে,
ঘরেই দেখ কত নারী দিন কাটায় নির্যাতনে,
বাবা মা চাকুরীজীবি, সন্তানের ফর্ম ফিলআপ বিনামূল্যে,
পাশের বাড়ির মুঠের ছেলে ছাড় পায়না কোন মূল্যে,
সংরক্ষণের যাঁতাকলে পিসছে দেখ কত মানুষ,
কিছু জনায় করছে ভোগ, নেই তাদের কোনো হুঁশ।
লক্ষ কোটি খরচ করে মুর্তি বানিয়ে মিষ্টি বিলায়,
সাধারণ জন মরছে দেখ চিকিৎসার অপ্রতুলতায়,
ধর্মের কলে ফেলে জনগনকে মাতিয়ে রাখে,
সেই সুযোগে নেতারা সব নিজ নিজ আখের গড়ে।।