অসীম করুণার আধার
খোদা, রহিম,রহমান!
পাঠিয়ে নবী,করেছেন নাজিল,
পবিত্র আল কুরআন।



কুরআন হল শ্রেষ্ঠ কিতাব
সন্দেহ নেই তাতে।
মানব জীবনের সকল বিষয়
বর্ণিত আছে যাতে।



জগত যখন জালিমের জুলুমে
ছেয়ে হয়েছিল নিশা,
ঠিক তখনি আল কুরআন
দেখিয়েছিল আলোর দিশা।



কুরআন হল মহান আল্লাহর
পূত-পবিত্র বাণী,
কুরআনের মাঝেই দেয়া রয়েছে
সমাধানের হাতছানি।


.


চারিদিকে আজ বিজ্ঞানের জয়,
জানো কি মূল সত্যি?
সকল কিছুর পিছনে  হল
আল কুরআনই ভিত্তি।



যেজন সদা সর্বদা করে
পবিত্র কুরআন শ্রবণ,
সেজন জীবনের শেষ বেলায়
পাবে ঈমানী মরণ।



আল কুরআনের দেখানো পথে
চলতে হবে ভাই,
কুরআন ছাড়া অন্য কিছুর
গ্রহণযোগ্যতা নাই।