শর্বরী!
তুমি তো ছিলে নিস্তব্ধ, নিশ্চুপ,শান্ত।
আর আমিও ছিলাম, তোমার কোলে ঢলে পড়া
নিস্পাপ বদনের এক ছেলে।
তবে আজ কি হলো?এত অশান্ত কেনো তুমি?
না! না! তুমি তো আছো ঠিক আগের মতই!
আ-মিই হয়তো বেখেয়ালে!


শর্বরী!
তুমি তো ছিলে আগে ছোট,সংক্ষিপ্ত  বেশ।
তবুও তোমাতে ছিলো শান্তি,তৃপ্তি আর তুমি
ক্লান্তি ঝরাতে এক যাদুবলে!
তবে আজ কি হলো?এত নির্মম কেনো তুমি?
না!না! তুমি তো আছো ঠিক আগের মতই!
আ-মিই হয়তো বেখেয়ালে!


জানো শর্বরী!
আমার না আর ঘুম আসেনা,
তোমাকে শান্ত মনে হয় না,
তোমাতে কোন তৃপ্তি পাই না।


জানো শর্বরী!
দিবা কালেও হন্যে হয়ে,
বিন্দুমাত্র সুখের খোজে,
না পেয়ে তোমাতেই ফিরি।