আমি একটা নদী খুঁজি,
শুধু আমার হবে,
সাঁতরে বেড়াবো কিন্ত ডুবব না ।
পাহাড়ী নদী বেশি খুঁজি,
পাথরকে ভিজিয়ে দিবে আমার হয়ে ।
পদ্মাকে ভালোবাসতো রবীন্দ্রনাথ,
চাইনা সেই  ভালোবাসায় ভাগ।
কপোতাক্ষের জন্য অশ্রুসজল-
মধুসূদনের চোখ, আমি মুছতে চাইনা।
আমি একটা ছোট নদী চাই, মায়া ভরা,
চাই ভালোবাসার একচ্ছত্র আধিপত্য,
আকাবাঁকা সরু, কিন্তু বুকে গভীরতা ব্যপক,
অমন নদী খুঁজি, মন ভিজে যাবে,
কিন্তু আমি ভিজব না!