তোমার না বলা অনেক কথা
হারায় না অনেক বলা কথার মাঝে,
তোমার ফিরে দেখা দৃষ্টি,
চেয়ে দেখে আমার চাহনি।
দৃষ্টিসীমার বাইরেও চলে কথা,
অন্তর ভেদ করে ঢুকে গেছো
আমার ভিতর, বাহিরে, সীমানা ছাড়িয়ে!
স্পষ্ট তোমার মুখ, গভীর তোমার চোখ,
তার চেয়েও গাঢ় সেই চাহনি!
এখনো কি অপেক্ষায় আছো আমার?
এখনো আমি বারান্দায় আকাশ পানে,
এসো দাঁড়াও পাশে,
ফিরে তাকাই আমি মুখোমুখি তোমার !