এলোমেলো লাগে বাতাসে
এলোমেলো লাগে মূহুর্ত,
রাত্রি লাগে এলোমেলো,
ঘুমোলেই শেষ ।
এলোমেলো হয় চুলগুলো।
ছবি গুলো, চেনা গুলো, জানা গুলো,
এলোমেলো হও তুমি,
অতীত, বর্তমান, ভবিষ্যত,
কোথায় তুমি আছো?
বিদীর্ণ সময়ে আবছা, এলোমেলো।
প্রাচীন পুরাণে, পলেস্তারা খসে যাওয়া দেয়ালে,
মলিন হাসি মুখে, অসম্ভব অবসরে।