তোমার ভালোবাসার কাছে দু;খ গুলো আজ অনেক ছোট মনে হয়।
তোমার ভালোবাসায় চোখের বিন্দু বিন্দু জল আজ মুক্তোমালা হয়ে জ্বলে
আমার চোখের নিচে যে গহীন ভাঁজ সেখানেও নিত্য তোমার বসবাস
যে গভীর কালিমা, সেই অন্ধকারে আজ জোনাক জ্বলে
শরীরে যে অজস্র ক্লান্তি দানা বাঁধছে প্রতিদিন তাকে আমি প্রশ্রয় দেই
যেন তোমার ভালোবাসায় সেই দানা হয়ে উঠে একেক টি গোলা বারুদ
আমার যুদ্ধের রসদ -গর্জ়ে ওঠার জন্য প্রস্তুত।
আমার যে চুল আজ মলিন আর রুক্ষ, সেখানে চিরূণী নয়, আচঁড়ে দেয় তোমার আঙ্গুল।
আমার বুকের ভিতর যে অশান্ত ঝড় সর্বদাই জ়াহাজ ডুবির আশংকা
আমি নোঙ্গর ভিড়াই তোমার বন্দরে....কূলের কাছাকাছি ডুবতে গিয়েও ভেসে উঠি...
ভালোবাসার আশ্চর্য স্বাদ পেতে ব্যকুল যে হৃদয়, তা মিশে গিয়েছে তোমার হৃদয় অরণ্যে
শুধু পাওয়া নয়, দেওয়ার যে আনন্দ সে হিল্লোল আজ আমার হৃদয় জুড়ে...সযতনে, সঙ্গোপনে
বয়স বাড়বে, পৃথিবী না হয় কমলালেবুর মত থাকবে না, আমাদের ভালোবাসার বয়স বাড়বে না
মাতাল অনুভবে অবাক ভালোবাসায় পাশা পাশি বেঁচে থাকবে দুটি প্রাণ, এক আত্মা হয়ে।