তোর ওই বুকের মাঝে মাথা পেতে
ঘুমাই না কত কাল ,
আমি কি বুঝি না ভেবেছিস - ?
তোর থেকে দূরে সরানোর এটাই ছিল মহা চাল ।


কি সুখ পেয়েছিলি ?
তোর অমিয় মায়ার বাঁধন হতে করে বঞ্চিত !
_______পরের কোলে দিলি উজাড় করে ,
যা ছিল তোর কষ্টের সঞ্চিত ।


অন্যের ধনে হলে ধনী ,
কেউ বুঝি কি আসল সুখের মানে ?
সব কিছুই তাঁরই ( সৃষ্টি কর্তা ) হাতে
কি ছিল আমার তা ভাগ্য বিধাতায় জানে ।


এখন থাকি একা পরে আঁধার ঘরে
তুই ?
শূন্য আঁচল পেতে কাঁদিস দূর গগণ পারে
একা ঘর একা বিছানায় হাত দুটি ঘোরে
তাই দেখে বল ,তোর মন কি একটু ও পোড়ে ?


সাঁঝের বেলায় গুলায় ফিরে পাখি
গোধূলির ঝাপসা আলোয় কিচির মিচির ডাক
আমি কেন হারালাম মধুর সেই তোর হাঁক ।


সাঁঝ ঘনিয়ে আঁধারে ঢাকছে আকাশ
আঁখি দেখেনি কেন ?
মায়াবী ছোঁয়ার আকুল পড়ান
লুকাল কোথায় সেই তোর চোখের হাহুতাশ ?


মা গো
এখন সব কিছুই শূন্য শূন্য লাগে
আয় না এক বার ছাড়ি দূর পারাবার
আদর করে জড়িয়ে নিয়ে চুমু খা গালে ,
বুকের ভিতরের সব জ্বালা মিটে যাবে
তোর আদুরি হাতের একটু পরশ পেলে ।