বিরহ এই বুকে কান্না পায় চোখে
চোখ থেকে পড়ে জল বালিশ ভিজে তাতে
বুক ভাঙ্গার কান্নার আওয়াজ শুনা যায় কানে
রাত যায় দিন যায় তোমার অপেক্ষায়
তুমি বলেছিলে প্রেম তো মানুষের সাথে হয়
নিজেকে আয়নায় দেখি যখন পশু মনে হয় তাতে
ভাঙা হৃদয় নিয়ে পথে বের হই যখন
আশা থাকে একটাই কোন পথের মোড়ে হয়ত!
পেয়ে যাব তোমায় ঠিক আগের মত
কিন্তু ঐ রাত যায় দিন যায় তোমার অপেক্ষায়
ভাবিনি আমি যেদিন পেয়েছিলাম তোমায়!
পাগলের মতো ছুটবো এই দিক থেকে সেদিক  
তুমি ভেবো না কেটে যায় আমার দিন রাতের অপেক্ষায়
রাত কাটে ঠিক দিনের অপেক্ষায়
                     কিন্তু
শুধু এই বালিশ জানে রাতে ঠিক কতবার ও ভিজে যায়।


     ######### তাপস # সুনন্দ মিত্র###
          ######অজয় দেবনাথ####
             তোদের জন্য আমার এই কবিতা টি ।