আর দ্যাখো হলুদ পাতারা সব ঝরে পড়ছে বিবর্ণ ঘুমের মতো মোহন আবিষ্টতা নিয়ে তারা ঝরে পড়ছে যেমন ঝরেছে বহুকাল মোরাম বিছানো পরিচিত পথের ধারে হাঁটু জোড়া গেড়ে বসে যে লোকটা খৈনি ভাজে রোজ হাতের তালুতে আর যারা দিনমান বাক্স বিক্রী করে চা পাতা ও লোবান বিক্রী করে নিরাসক্ত চোখে চেয়ে চেয়ে দ্যাখে কি স্বাভাবিক অনায়াসে কাঁধে কাঁধে বদল হয়ে দেহ পৌঁছায় চৌকোণা মাটির খোড়লে শুধু লক্ষ্য করেনা আনমনে পথ চলতি ব্যস্ত দুপুর অথবা প্রলম্বিত বিকেলে কি চমৎকার একটা ব্যাপার ঘটে যাচ্ছে সারি সারি উঁচু হয়ে থাকা মাটির ঢিবি গুলো জুড়ে তবে হাঁটু জোড়া গেড়ে বসে খৈনি ভাজে রোজ যে লোকটা  হাতের তালুতে ভাত ঘুমে চেয়ে চেয়ে দ্যাখে বাতাসে উড়ছে হলুদ পাতারা দুলছে নামছে ক্রমশঃ পাখির ঠোঁটের মতো এসে তারা জমে যাচ্ছে সারি বাঁধা কবরের ধারে