ছেড়ে চলে গেলে তবে ভালবাসা প্রকাশিত হয় সন্নিহিত শৈবাল ঝরে গেলে সহজ আলো আসে পরাঙ্মুখ জলজ গাছ মরে গেলে মাছ দল শ্বাস নিতে পারে রাতের আকাশে তারা গুলো আলো নিয়ে প্রবাহিত হয় না অস্তিমান থাকে শাপলার ডাঁটায় আঁধার নিম্নগামী হয়ে ডুবে গিয়ে কতটা সন্নিহিত তা বুঝতে পারি না দিঘী ডুবসাঁতারের শেষে