লাখো জনতার রক্তের ঢেউ আজো খেলা করে নয়ন তারায়
হাসায় কাঁদায় ভাবায় যখন থাকি একাকী নীরালায়।
সম্ভ্রমহারা নারীর  চিৎকারে আজো ঘুম ভেঙ্গে যায়
পুত্রশোকে লুটায়ে কেঁদে অসহায় মা সে বিচার চায়।
হায়ানার বিষদাঁতের ক্ষতচিহ্নের দাগ সারাদেহে বহমান
সীমহীন অত্যাচার নির্যাতনের আছে সকল খতিয়ান।
স্মরণে রবে আজীবন সেই সব ফেলে আসা ইতিহাস
ভুলবোনা নরঘাতকের চরম নিষ্ঠুরতার সেই সন্ত্রাস।
শোষণ বঞ্চনার খেসারত দিতে হলো এদেশের লাখো প্রাণ
মরে তাঁরা অমর হয়েছে ইতিহাস হয়েছে চিরঅম্লান।
লাল সবুজের শাড়ী পরিহিত বিজয় তোমায় নমষ্কার
বিশ্ববুকে স্বমহিমায় বাঙালির বীরত্বকে পুনঃপুনঃ করো আবিষ্কার।
আজিকার এই দিনে হোক তোমার আমার এই অঙ্গীকার
বিশ্বের বুকে আমরাই হবো সর্বক্ষেত্রে শ্রেষ্ঠেত্বের সেরা অংশীদার।
                          (০৩/১২/২০ইং)