সত্য বলার সৎ সাহস
বড্ড অভাব মনে
সুজন ঘুরে বনে বনে
কুজন সিংহাসনে।
অজ্ঞহাতে দক্ষ শাসন
পাইনা খোঁজে তাই
রক্তকরন হচ্ছে মনে
বাঁচার উপায় নাই।
আশার আলো যাচ্ছে নিবে
ঐ তো দেখা যায়
রসাতলে যাচ্ছে সমাজ
কি করিবো হায়?
তপ্ত হাওয়ায় আশার কলি
ঝরছে শত শত
সত্য পথে তবু মানুষ
হয়না দেখি নত।
এই দুনিয়ার মোহ মায়ায়
আসল নকল ভুলে
আপন স্বার্থে পরধনকে
নিচ্ছে চুমে কোলে।
সবাই যদি উল্টো পথে
দিন বজনী চলে
মানব জীবন বৃথাই যাবে
নষ্ট স্রোতের জলে।
সময় থাকতে ক্ষণিক জীবন
সুন্দর রূপে গড়ে
এসো সাজাই এই ধরণী
আজ আগামীর তরে।