বন্ধ ঘরে আর কতকাল
থাকবে ভয়ে পরে
ডাকছে সময় নীরব প্রাণে
ব্যাকুল হয়ে তোরে।
শক্তি সাহস সবই আছে
তোদের মনে প্রাণে
একতারাতে ব্যঞ্জনার সুর
কেন্ শুনি গো গানে?
খরা বনে বৃষ্টি হয়ে
ফসল ফলাও মাঠে
ডাকছে মাটি উদাস প্রাণে
আসতে মাঠে ঘাটে।
পাষাণ মনে দাও অনুরাগ
প্রদীপ বাতি জ্বেলে
হিংসা বিদ্বেষ মান অভিমান
যায় যে সকল ভুলে।
আয় ছুটে আয় সোনা মানিক
রুদ্ধ দুয়ার খোলে
ডাকছে তোরে মা মাটি আজ
আসতে হেসে কোলে।