প্রিয় মোর গ্রামখানি চোখে ভাসে সদা
বিলে ঝিলে মাছ ধরে উড়ে বক সাদা।
আম গাছ জাম গাছ দু'পথের ধারে
খোকা খুকী খুশিতে পাকা ফল পাড়ে।
আঁকা বাঁকা কাঁচা পথ সব দেখি পাকা
কারো ঘরে দেখি নাকো সেই হাতপাখা।
নানা জাতের ফুলে ফলে ভরে ওঠে মাঠ
কিছু কিছু পুকুর আছে সান বাঁধা ঘাট।
বাতিঘরে হাসি মুখে খোকা খুকী যায়
পাঠ শেষে খুশি মনে বাড়ি ফিরে আয়।
বনে বনে তরু লতা মৃদু হাওয়ায় দোলে
ফুল তুলে মালা গেঁথে খুকী পরে গলে।
খুব বেশি ভেদাভেদ নেই কারো মনে
প্রেম প্রীতি ভালোবাসা আছে সবখানে।
কাজ নিয়ে কারো মনে নেই কোন ক্ষোভ
মা- মাটি ও দেশকে ভালোবাসে খুব।
জারি সারি পালা গান শোনে প্রতি রাতে
ক্ষেতে ছুটে যায় চাষী ভোর প্রভাতে।
সুখে দুঃখে এক সাথে সকলের চলা
মিলেমিশে খোকাখুকী কিনে খায় কলা।
ছোট বড় সকলেই চলে মিলেমিশে
ভালো কাজে খুশি হয়ে প্রাণভরে হাসে।
মানহীন লোক কম জ্ঞানী গুণী বেশি
ভালো কথা শোনে সবে হয় সদা খুশি।
                (১৩/৭/২১ইং)