হে প্রভূ,তুমি সুন্দর মহাময় মহামান
সর্বগুণে গুণাম্বিত তুমি দয়াবান।
সকল সৃষ্টির তুমিই প্রভূ রূপকার
করুণা গুণেপ্রকাশ সৃষ্টি সমাচার।
উপরে নীচে জানা অজানা স্থানে
যত প্রাণ আছে বেঁচে সবই তোমার করুণা গুণে।
যেখানে যার যাহা আছে প্রয়োজন
গভীর মমতায় সকলের চাহিদা করো পুরণ।
পাপী তাপী চায় যদি মুক্তির পানাাহ কভূ
রহিম রহমান নামের গুণে সকলি ক্ষমা কর প্রভূ।
এই বিশ্ব চরাচরে যত মহিমা তোমার প্রকাশ
মানবের কল্যাণে তব প্রেমের এই বিকাশ।
সকল সৃষ্টির মূলে যে তোমার গোপণ ভালোবাসা
তাঁর উসিলায় শেষ বিচারে দিও সুখের বাসা।