খুশিতে দিয়েছিলে হাসিমুখে যা, তা নিলে কেড়ে
তাই বলে আমি, নেই আজ কোন দুখে।
তোমার ক্ষমতা নীরবে করেছো প্রয়োগ
তাই বলে আমি করিনি কোন অভিযোগ।
চাইনি আমি কারো কাছে, মাথা করে নিচু
হতে পারো তুমি,বীরবাহাদুর সমাজের উঁচু।
তেল মেখে নিতে জানিনা কোন কিছু
সততা কর্মে জগতে হতে চাই,আমি উঁচু।
মান অভিমান গোস্বাতে ধ্বংসই আনে ডেকে
ঐ পথে না চলে, আমি চলি প্রেম গায় মেখে।
'চিরদিন কাহারো সমান নাহি যায়'লিখেছে কবি নজরুল
এ কথার সত্যতা স্বীকার করেছে সাধক গুণী মানবকূল।
তোমার দৃষ্টিতে যারে লাগে ভালো,তারে নিও কোলে
আমার কথা ভেবোনা,একেবারে যেও ভুলে।
তোমার সুখে সান্তনা খুঁজে নেবো, অতীতের পানে চেয়ে
অহংকার হিংসার অনল দহনে বলবোনা,তুমি থাকো নীচু হয়ে।
হৃদয় অভিধানে হিংসাত্মক কোন শব্দ খুঁজে পাইনি
পেয়েছি, মায়া মমতা শ্রদ্ধাভক্তি প্রেম প্রীতি হর্ষ ধ্বনি।
তাই, আপনারে লয়ে কালের রথে চড়ে ঘুরি সারাবেলা
ললাটের লিখন মেনে নেই,কেহ যদি করে হেলা।
বিবেক যদি, কোনদিন বলে,তোমার সিদ্ধান্ত ছিলো ভুল
কাছে না এলেও, দূর থেকে অনুরাগে দিও মোরে ফুল।
মানে গুণে জগৎ জুড়ে বড় হও, ধন্য হও তুমি
অনুরাগে ভুল ছিলো এ কথা বলবো না আমি।
   .             (১২/১০/২১ইং)