কবি নই তবু লোকে
তাই বলে ডাকে
মাঝে মাঝে কিছু লিখি
তাই লোকে দেখে।
জ্ঞানী যারা খুব বেশি
বলে নানা কথা
আমি যাই লিখে তবু
ভুলে সব ব্যথা।
পড়ে যারা মাঝে মাঝে
আঁখি দু'টি মেলে
তারা বলে লিখে যাও
তুমি প্রাণ খোলে।
মনে জাগে তাই সাধ
খুব বেশি মোর
জমে থাকা ব্যথা যদি
কভূ হয় দূর।
মা মাটি দেশ জাতী
নিয়ে লিখি আমি
আলো পেয়ে কভূ যদি
জেগে ওঠে ভূমি।
কবি হযে বেঁচে রবো
সে বাসনা নেই
তবু আমি প্রেম ঢেলে
আলো জ্বেলে দেই।
   (১২/০৬/২১ইং)