এমন কথা ছিলনা
          মোঃতওহিদুল ইসলাম


তোমার সেই অপ্রকাশিত কথা শোনার অপেক্ষায় ছিলাম অনেক দিন
ভেবে ছিলাম হয়তো প্রকাশিত হবে কোনদিন।
আমি বুঝিনী বাকস্বাধীনতাহীন তুমি এক অসহায় নারী
বুঝতে পারিনী শিকলপরা বন্দি মানুষের আহাজারি।
অন্ন বস্রহীন হয়ে সমাজ ছেড়ে আড়াল হবে তা ভাবিনী
মেরুদন্ডহীন হয়ে যাতনা সয়ে যাবে আজীবন
সেটাও মেনে নিতে পারিনী।
সকলি দিয়েছি উদার চিত্তে
শুধু তোমার ভালোবাসা পাবো বলে
আশা ছিল মায়ার বাঁধনে তুমি টেনে নিবে কোলে।
অনেক ত্যাগের বিনিময়েও যখন দেখি তোমার মলিন মুখ
মনের অজান্তেই তখন
বেড়ে যায় আমার মনে দুখ।
বিবেকের কাছে হার মেনে প্রতিবাদ ভুলে চলে যাই
অনেক দূর---
যেখানে একতারায় বাজে শুধু বিরহের সুর।