বিলাসীতা করা ভালো সৎ পথে হলে
ক্ষণিক জীবন ব্যর্থ হবে লুটেপুটে
খেলে।
মোহ মায়া প্রেম প্রীতি জগতের রীতি
নিজ স্বার্থে তাই বলে হারাবেনা নীতি।
কিছু কিছু চাওয়া পাওয়া অপূর্ণ রয় ভবে
নিরাশ প্রাণে তাই বলে কি হতাশ হয়ে রবে?
হাসিমুখে ব্যর্থতাকে চুমে নিয়ে কোলে
শ্রম সাধনায় সরল পথে পুষ্প নিও তুলে।
যে সম্পদে কষ্ট বাড়ায় জীবন নদীর বাঁকে
তারে কভূ নিও নাকো অতি কাছে ডেকে।
শান্তি সুখের পায়রা উড়ে যেথায় এসে বসে
খুশি মনে সেথায় যেও সঙ্গোপনে হেসে।
বড় বড় অট্টালিকার কিবা প্রয়োজন
পশুর মতো হয় যদি মানব আচরণ।
সরল রেখায় সাধন ভজন প্রেমের মাঠে হলে
আঁধার ঘরে অনুরাগে সন্ধ্যা প্রদীপ জ্বলে।
    (১০.০৭.২০ইং,সন্ধ্যা-৬:৩৪)