বাংলার মাঠে মাঠে সবুজের হাসি
প্রাণভরে দেখে তারে বড় ভালোবাসি
কচি ধান খেলা করে হাওয়ায় দোলে
মনে চায় চুমে চুমে লই তারে কোলে।
পাল তুলে নদীতে গান গায় মাঝি
নাওয়া ভুলে কান পেতে শোনে মা ও ঝি।
নানা ফুল ফসলের উপযোগি জমি
অপরূপ সুন্দর আমাদের ভূমি।
ফসলের মাঠে শুনি কৃষকের গান
অন্ন জোগিয়ে যারা রাখে মান।
তুলনা চলেনা এই জমির কোন
মমতা ছড়ানো এই দেশ যেন।