ধনে জনে বাড়ছে মানুষ
জগৎ জুড়ে যত
কর্মে দেখি মান বাড়েনি
মন চাহিদা মত।
হিংসা গর্ব মানব মনে
বাড়ছে দেখি যত
সেবা করার মানুষ খোঁজে
পাইনা কিন্তু এত।
বাঁকা পথে উচছে পড়া
ভিড় দেখি যত
সহজ সরল পথের ধারে
পাইনা লোক এত।
দিনের বেলায় মণি মুক্তা
খোঁজেনা কেউ শ্রমে
ভাগ্যের চাকা ঘুরাতে চায়
অসৎ কর্ম ঘামে।
বিবেক খাচ্ছে ঘুণ পোকায়
অতি লোভে তরে
ঔষধ লাগাও ঐ বিবেকে
একটু ধৈয্য ধরে।
মানব মনে ফলবে সোনা
আবার নতুন করে
সুখের ভেলায় চড়বে সবাই
তামাম জাহান জুড়ে।