কষ্টে লিখা স্মৃতির পাতা চোখের জলে ভিজে
বোধের ঘরে মনবিরহী আজো তারে খোঁজে।
হাজার চোখের তারায় খুঁজি সেই হারানো মুখ
এক পলকের একটু দেখায় যেথায় পেতাম সুখ।
যার পরশে খুশির মেলায় নিতুই যেথাম ছুটে
আজকে সেথায় বিষণ্নরা বুক ফুলিয়ে হাটে।
রঙমহলে রঙ্গের খেলায মন ভরেনা আর
হরেক বাতির ভিড়েও দেখি আমি অন্ধকার।
আশার ঘরে সন্ধ্যাপ্রদীপ যে জ্বালাতো রোজ
গাঁও গেরামে ঘুরেও আমি পাইনা তার খোঁজ।
                  (০২/০৬/২১ইং)