মহামারী রোগ বালাই বিপদ আপদ নির্মলকারী যিনি
ক্ষমার তরে সাহায্য চাও তাঁর কাছে ওহে জ্ঞানী গুণী।
সীমা লঙ্ঘন করে যখনই মানব পাপের পাহাড় গড়ে হেসে খেলে
নারাজ হয়ে প্রভূ,সৃষ্টির শিক্ষায় নানা রকম বিপদ ধরায় দেয় ঢেলে।
সকল শক্তির মালিক যিনি তাঁরেই যখন ভুলে পশুর কর্ম  মানবে করে
আরশ কেঁপে ওঠে নিরীহ নিরাপরাদের রোদন আর্ত চিৎকারে।
দয়াবান প্রভূ ওদের পানে চেয়ে জুলুমের বিচারে করিতে রাজি হয়ে যায় শেষে
শুরু হয় তান্ডব আজাব গজব যাতে পাপিষ্টরা সকলি যায় ফ্যাসে।
কৃতকর্মের ভুল স্বীকার করে বান্দা যখন দু'চোখের জল ফেলে চায় ক্ষমা
খুশি হয়ে পাক রাব্বানাহ বিবেক জাগিয়ে নানা ছলে মুক্তির দেয় উপমা।
খোঁজে পায় মানুষ মুক্তির পথ স্রষ্টার অসীম গুণের তরে
প্রাণ খোলে তাই ঘোর বিপদে ক্ষমা চাও সেই রবের দরবারে।
ভুল করে ভুল পথে চলার সময় এখন আর ঢের বেশী হাতে নেই
এসোনা সবাই মিলে এই রমজান মাসে বিগত দিনের
পাপ মুছন করে নেই।
আঁধারে আলোর পথ নিশ্চয়ই মোরা পাবো সব খোঁজে
দয়াময় প্রভূ শ্রেষ্ঠ কিতাবে বাঁচার পন্থা বলেছেন নিজে।
                       (২৭/০৪/২১ইং)