আমার শহর জুড়ে আঁধারের কালোছায়া খেলা করে
সে খেলা কেউ দেখেনা,দেখবে কি করে সবাইতো অন্ধ
নীতিবোধ সব আইসিউই-তে কষ্টের ভাষা নীরব।
অশ্রুজলে সাঁতার কেটে ঠিকানা খোঁজে আজ সবে
আগামীর চিন্তা কেউ করেনা যারাও আছে বেঁচে
মানব ও পশু আত্মায় নেই কোন ভেদাভেদ এখানে
আপন স্বার্থে অস্থির সবাই হায়ানা রূপী কর্ম কাজ
ক্ষুধার্তের খাবার কেড়ে খায় বিলাসী সবল ভুলে লাজ।
সময়ে অসময়ে কু-কর্মের মহড়া চলে অলি গলি জুড়ে
রক্ত জমাট বস্তি পুড়ে অদৃশ্যের গোপন অগ্নীবানে
অন্তরাত্মা কেঁপে ওঠে হতাশার সাগরে ঢেউ খেলে।
কি ঘটে কোথায় কেউ জানেনা খবর বড় শান্ত শহর
বিনাশী খেলায় রক্ত চুমে অনেকেই অভিনয় ছেড়ে
নাম লিখিয়ে মৃত্যুর মিছিলে পরপারে যাত্রা করে।
বজ্রপাত ভূমিকম্প বায়ূদুষণেও এ শহরের হয়না ক্ষতি
সভ্যতার বুকে স্বমহিমায় গর্বে তবু আজো আছি ঠিকে
আমার শহর দেখতে এসোনা তোমার ঐ চোখে।
                   (০৮/০৬/২১ইং)