অতৃপ্ত বাসনা
          মোঃতওহিদুল ইসলাম


দিন রজনী কষ্ট শোকে
আমি যেথায় বাঁধি ঘর
অলক্ষ্মী সব এসে বলে
প্রাণে বাঁচলে কেটে পর।
ভয় পেয়ে জলতি করে
পালিয়ে যাই যতই দূর
তবু এই জীবন থেকে
আঁধার কেটে হয়নি ভোর।
জানি আমি এই জীবনে
সুখ পাবোনা খোঁজে আর
অশ্রু দিয়ে কাব্য রচে
তাইতো সময় করি পার।