ভাবের নদী বন্ধ্যা এখন
শ্যাওলা মাখা জল
তপ্ত তাপ আর খরায় খরায়
মন হয়না শীতল।
আগের মতো হয়না নাওয়া
সেই জলে গো আর
কোথায় যেন হারিয়ে গেলো
আমার স্মৃতির হার?
জ্যোৎস্নার আলো জলের সাথে
করেনা আর খেলা
বৃষ্টির আশায় চাতক পাখির
বাড়ে মনে জ্বালা।
মেঘ বালিকার পানে চেয়ে
ডাকছে হৃদয় তারে
বন্ধু হয়ে একটু এসো
তুমি আমার ধারে।
রিক্ত শূন্য  জীবন আমার
ব্যথার জলে ভাসে
আপন মানুষ দূর থেকে
মুসকি মুসকি হাসে।