আমিও বদলে যাবো
রূপ প্রকৃতির মতো
হাওয়ায় ভেসে বেড়াবো
শ্রাবণের মেঘের মতো।
আমিও বদলে যাবো
খোলস বদলানো সর্পের মতো
যেথায় খুশি ছুটে বেড়াবো
মুক্ত বিহঙ্গের মতো।
আমিও বদলে যাবো
রংধনুর রঙের মতো
আকাশে ঘুরে বেড়াবো
ডানা কাটা পরীর মতো।
আমিও বদলে যাবো
ছলনাময়ী পাষাণের মতো
হাসি মুখে প্রেম বিলাবো
অনুরাগী পুষ্পের মতো।
আমিও বদলে যাবো
বিবেকহীন মানুষের মতো
মনের খুশিতে সব করে যাবো
হিংস্র পশু প্রাণির মতো।
আমিও বদলে যাবো
ক্ষমতাধর মানুষের মতো
সকল কাজ করে যাবো
স্বৈরাশাসক হিটলারের মতো।
আমিও বদলে যাবো
ঘুণে ধরা এই সমাজের মতো
প্রতিবাদ সব রুখে দেবো  নির্লজ্জ গণতন্ত্রের মতো।