ইটের মসজিদ ভাঙ্গতে পারবে
শাবল হাতুর দিয়ে
মনের মসজিদ ভাঙ্গবে বলো,
তোমরা কি দিয়ে?
ইট পাথরের ঐ যে গড়া
খোদার সুন্দর ঘর
হিংসায় কেন ভাঙ্গলে এ ঘর
নেই কি মনে ডর?
ভাঙ্গবে যত গড়বে শত
ঈমানী শক্তি বলে
তোরাই একদিন কাঁদবে বসে
পাষাণ চোখের জলে।
এই জগতে তোদের শক্তি
মাত্র কয়েক দিনের
আল্লাহ্'র শক্তি বড় শক্তি
নয়তো অল্প দিনের।
যাবে ফ্যাসে পড়বে ধরা
নির্বোধ বোকার দল
ঈমানী শক্তি জাগলে ভবে
প্রাণ হবে খতল।
সময় থাকতে বন্ধ করো
মসজিদ ভাঙ্গার কাজ
তা নাহলে হিস্র থাবায়
খোলবো মাথার তাজ।