রোদে পুড়ে জলে ভিজে
ফসল ফলাই মাঠে
তবু কেন সুখ জুটেনা
মোদের ললাটে?
পরের তরে কষ্ট শ্রমে
ফসল তোলে ঘরে
উচিত মূল্য পাইনি কেন
একটু সুখের তরে?
মোদের শ্রমের মূল্য যদি
যায় গো বৃথাই টুটে
সুখের দেখা পাবেনা কেউ
খুঁজে ভবের হাটে।
নীচু তলার মানুষ বলে
যদি করো ঘৃণা
শূন্য মাঠে আর পাবেনা
ফসল ভরা সোনা।