পদ-পদবীর সকল ভার
একই নেতা পেলে
অন্যেরা কি আঙ্গুল চুষে
ভাসবে চোখের জলে?
এক নেতার এক পদ
নিয়ম চালু হলে
মন্দ কাজের দ্বন্দ্ব ভুলে
চলবে সবাই মিলে।
অসৎ যারা দলের মাঝে
রাখলে তারে দূরে
জগৎ জুড়ে সন্ধ্যা প্রদীপ
জ্বলবে ঘরে ঘরে।
দুই টার্মের বেশি যদি
না হয় একই পদ
অতি লোভের মোহে পরে
কেউ হবেনা বদ।
সুজন দেখে পদ-পদবীর
দিলে দ্বায়-ভার
গ্লানি মুক্ত সমাজ হবে
খোলবে সুখের দ্বার।
যোগ্য এবং ত্যাগী দেখে
বাছাই করলে নেতা
লোকের মাথায় ঝড় বৃষ্টিতে
ধরবে তারা ছাতা।
      (১৩/০১/২১ইং)