সুখের পাখি ধরতে গিয়ে
চুপ করে আমি
আপন মনে সাজাই ধরায়
কল্পনায় মোর ভূমি।
হঠাৎ এসে একটি পাখি
বসলো যখন ডালে
পাষাণ মন খুশির বানে
একটু গেলো গলে।
তাড়িয়ে তারে নাহি দিয়ে
যতন করে রাখি
মনের টানে আঁখি মেলে
নিতুই তারে দেখি।
সেই পাখি ধীরে ধীরে
মনে বেঁধে বাসা
নতুন করে জাগিয়ে তুলে
স্বপ্ন সুখের আশা।
আশার বনে বাসা বেঁধে
যখন বলি কথা
হেসে হেসে সেই পাখি
ভুলায় মনের ব্যথা।
পাখির কথা ভেবে যখন
সুখের স্বপন আঁকি
সেই পাখি হঠাৎ করে
আমায় দিলো ফাঁকি।
ভেস্তে গেলো সকল আশা
নিরাশ জলে ভেসে
সেই পাখি পরের তরে
উড়ে গেলো হেসে।
সুখ তালাশে অবুঝ মন
বসে নদীর তীরে
একলা বসে হিসেব কষে
শূন্য জীবন ঘিরে।
     (২৩/০৪/২০ইং,দুপুর-৩:০৮)