ভেজাল
       মোঃতওহিদুল ইসলাম


দুৃধ ও ঘি এ আছে ভেজাল
ভেজাল আছে তেলে,
মাংস মাছে আছে ভেজাল
ভেজাল বোতল জলে।
ঔষধ সারে ও আছে ভেজাল
আছে নানান রঙে
সোনা রূপায় আছে তা
দেখি বসে বঙ্গে।
চাল ডাল আর ফলে ভেজাল
ভেজাল বিজ্ঞাপনে,
কসমেটিকেও আছে ভেজাল
বলছে ভোক্তগণে।
পরীক্ষা ওসেবায় ভেজাল
প্রমাণ চিকিৎসাতে,
কথা কাজে ও পাই প্রমাণ
আছে ভেজাল তাতে।
ছন্দে সুরে ও আছে ভেজাল
শুনি গানের মানে,
টাকার মাঝে ও পাই ভেজাল
চুন এবং পানে।
নেতা কাঁথায় আছে ভেজাল
আছে ভাষন শাসনে,
শান্তির অভাব বিরাজ করে
দেখি আমি সবখানে।
নিজে ভালো হইলে পরে
ভালো পাবো সবখানে,
আসুন সবাই ভালো হই
আপন মনে গোপণে।