তুমি যখন ঘুমের ঘরে সুখের নিদ্রায় মগ্ন
আমি তখন পেঠের ক্ষুধায় বাঁচতে খুঁজি অন্ন।
নেই মনে মোর শান্তি যখন চিরশোকের জ্বরে
তুমি তখন ভরাগাঙে সাঁতার কাটো জোরে।
সাতসকালে প্রভাত আলো মাখো যখন গায়
অলক্ষ্মীরা আমার পানে ভ্রু-কুঁচকে চায়।
এক নজরে ওদের দেখে মাথা ঘুরে যায়
জ্ঞান ফিরলে চেয়ে দেখি কেউ নেই ডানে-বায়।
যার ধ্যানে সকাল সন্ধ্যা কাটে আজো বেলা
আমার দুখে দূর থেকে সে করে গো আজ হেলা।
হৃদয় বাগের শান্ত পাখি যেই গেলো উড়ে
পাগলপাড়া মনটা আমার কষ্টের মঞ্চে নড়ে।
যখন দেখি চারদিকে মানবশূন্য মাঠ
ডিলেট করে দিলাম তখন অতীত প্রেমের পাঠ।
ব্যর্থপ্রাণে শূন্যের মাঝে হারিয়ে সকল দুখ
ভুলে যাওয়া পাষাণ মনেই বিছিয়ে দিলাম সুখ।