স্মরণে স্মরণ করি দিবা নিশী তোরে
ভুলি নাই ভুলি নাই তাই মনে পড়ে।
চোখের আড়াল তবু আছো অনুভবে
তন্ত্রে তন্ত্রে সুর বাজে অতীত ভেবে।
কানে কানে আজো শুনি সে কথা তোর
মনে হয় কাছে আছো নহে বেশি দূর।
নীরবে যেই আমি একা থাকি বসে
চোখের তারায় ভাসে তুমি ডাকো হেসে।
জ্যোৎস্নার আলো যেই গাযে পরে মোর
হিংসায় জ্বলে পুড়ে জোঁনাকি যায় দূর।
নীল আকাশে উঠে যেই পূর্ণিমার চাঁদ
কাছে পেতে আজো জাগে মনে বড় সাধ।
বিরহের যাতনায় নিজেকে বুঝাই
পাষাণীর ভালোবাসা চাওয়াটা বৃথাই।
               (২২/০২/২১ইং)