তুমি যতি পারো ভুলে যেও
অতীতের লাঞ্ছিত যত সব
বিষাদের স্মৃতি।
মন মোহনার কিছু জায়গা
খালি রেখো সাজিয়ে রাখতে
সেই প্রেম-প্রীতি।
যে স্মৃতি নীরবে তোমায় ভাবায়
কাঁদায়, অগোচরে হাসায়
সময়ে অসময়ে অপেক্ষার প্রহর
গুণতে বলে তোমায়।
তারে ভুলে যেওনা কোনদিন
অনুরাগে মনের গহীনে রেখো
সেই প্রিয় মুখের হাসি।
যা তোমার জীবনের শ্রেষ্ঠ অর্জন
সেই তারে কখনো করোনা বর্জন
যে বলেছিলে ভালোবাসি।
হয়তো সময়ের স্রোতে বদলে গেছে
প্রতিশ্রুতির সেই দৃষ্টিভঙ্গি
বদলে গেছে চাওয়া- পাওয়া
শ্রাবণের মেঘের মতো।
দেহটা হয়তো বিলিয়ে দিয়েছে
মনটা কিন্তু নয়
তোমার জন্য মনটা কাঁদে
বিবেক দহনে সর্বময়।
তুমি মানুষ অটল রও
হিমালয়ের মতো
আশায় থেকো
শেষবেলা পর্যন্ত----
মন্দ বলোনা তাকে
ওর মতো তুমি।
শুধু তুমি পার্থক্য'টা
বুঝিয়ে দাও
যদি সম্ভব হয়।
    (২২/০১/২১ইং)