প্রথম যেদিন কথা হলো সন্ধ্যার একটু আগে
বৃষ্টি ভেজা পুষ্পকলি হেসে ছিলো বাগে।
আকাশ জুড়ে মেঘে মেঘে চলছে যখন খেলা
খুশির তরী বেয়ে তখন ভাসাই গাঙে ভেলা।
শান্ত মনে কথার মালা গোপন সুতোয বেঁধে
রেণুর সুবাস ছড়িয়ে দিলাম শক্ত মনের বাঁধে।
অনুরাগের একটু ছোঁয়ায় ভাঙ্গলে কঠিন বাঁধ
ভাবের ঘাটের মিলন মেলায় থাকবেনা বিবাদ।
বড্ড আশা বুকের মাঝে চেপে ধরে আমি
অনেক কথা বলেছি গো শুনেছো যা তুমি।
ছল ছাতুরি নয়কো সখা আমার গানের সুর
মন বাসনায় গান শুনিও যতই থাকো দূর।
তুমি তমা বুঝলে কথা ফুটবে বাগে ফুল
দু'টি মনের সন্ধি হলে ভাঙ্গবে অতীত ভুল।
              (১০/৮/২১ইং,রাঃ৯ঃ৩০মি)