তারিখঃ২৭/৯/২১ইং


বড় মায়া ছিলো একে অপরের প্রতি
বাসনায় ছিলোনা কোন কমতি,
অনুরাগে ভরা ছিলো হাজারো মিনতি
মন ভরা ছিলো খুশি হাসির ছিলোনা ঘাটতি।
হাজারো স্বপন আঁকা ছিলো ঐ দু'টি মনে
কল্পনা করিনি বিরহ জীবনে
দুঃখ দেখিনী চোখের তারায়
জ্যোৎস্নার আলো দেখছি ক্ষণে ক্ষণে।
যা দেখিনি যা চাইনি তাইতো দিলে
কেন এমন করে তুমি চলে গেলে?