কেন লিখি
       মোঃতওহিদুল ইসলাম


এই সমাজে ঘটে যাওয়া নানান কিছু দেখে
তারই কিছু অংশ বিশেষ আমি লিখি শখে।
সহজ সরল রাস্তা যখন মানুষ ভুলে যায়
তার কথা লিখতে আমার বড্ড মনে চায়।
পথে ঘাটে হত্যা ধর্ষণ দিন দুপুরে হলে
বুঝতে হবে এই সমাজ যাচ্ছে রসাতলে।
যেই দেশে টাকা ছাড়া সেবা পাওয়া বৃথা
সকল পদের রাস্তা ঘাট সেথায় হবে চিতা।
তালা মেরে মুখের ভাষা আটকে যেথায় রাখে
অশ্রুজলে হঠাৎ সেথায় আগুন জ্বলে শোকে।
সুজন যখন কুজনেরে বুকে রাখে ধরে
মানবতা ঘোমটা পরে পালিয়ে যায় দূরে।
গরিব দুখি কষ্ট ব্যথায় যখন  ধোঁকে মরে
আমি তখন কিছু লিখি তাদের স্মরণ করে।
            (১৩/১০/২০ইং)