ক্ষণে ক্ষণে বদলায় আকাশের রঙ
নানা রূপে মানুষ ও করে রঙ ঢঙ।
সময়ে অসময়ে কালো মেঘ সাজে
বৃষ্টির ছোঁয়া পেয়ে সারাবন ভিজে।
তর্জন গর্জনে কাঁপে ভূমি মাঠ ঘাট
ঝড় ও বৃষ্টিতে ভেসে যায় মাটি মাঠ।
ছোট ছোট তরু-লতা আর ছোট প্রাণ
স্মুতি রেখে চলে যায় দিযে তার জান।
ছোট যারা যুগে যুগে তারা ঘষা খায়
বড় যারা কুটচালে প্রাণে বেঁচে যায়।
লুটেফুটে খেয়ে যারা চুষে খায় মধু
নহে তারা মন্দ, যুগে যুগে সাধু।
ছোট বড় দ্বন্দ্বের ভবের এই খেলা
দেখে শুনে চলে যায় স্বর্ণালী বেলা।
             (০৮/১২/২০ইং)