ছড়া
    মোঃতওহিদুল ইসলাম


ঐ দেখা যায় পুব গগনে
উঠছে নতুন রবি
শয্যা ছেড়ে খোকা খুকি
জলদি উঠো সবি।
ডাকছে পাখি গাছের ডালে
আলোর পরশ পেয়ে
তোমরা কেন ঘুমের ঘরে
র'বে শঙ্কা ভয়ে?
আশার বুকে বাসা বেঁধে
সত্য নায়ে চড়ে
সাজিয়ে তুল এই পৃথিবী
মানব সুখের তরে।
সরল পথে দৃষ্টি রেখে
জ্ঞানের রথে চড়ে
স্বপ্ন জয়ের গভীর নেশায়
আলসেমি দাও ছেড়ে।
         (১৩/১০/২০ইং)