তোমার সাথে আর যাবোনা
গ্রাম ছেড়ে শহরে
নয়ন ভরে দেখবোনা আর
দালান কোঠা ঘুরে।
মুক্ত বাতাস গায় লাগেনা
ছোট্ট ছোট্ট রুমে
ফ্যানের হাওয়ায় প্রাণ জুড়ায়না
শান্তি পাইনা ঘুমে।
খালি পায়ে হাঁটা যায়না
খোলা মাঠের ধারে
বিপদ এলেও কেউ আসেনা
রক্ষা করার তরে।
অল্প মিলে খাঁটি জিনিস
খোঁজতে গেলে ভাই
শহর পানে তাই যাবোনা
কষ্ট যতোই পাই।
রসে ভরা মাঠের মাটি
ফুল ফসলের ঘ্রাণ
গাঁয়ের মাটির সাথে আমার
মিশে আছে প্রাণ।


            (০৩.১১ ২০ইং)