মাথায় পাগড়ি হাতে তসবি
হলেই আলেম নয়
জ্ঞানে মানে কর্মে যদি
মানুষ নাহি হয়।
রূপ চেহারায় যতই ধরুক
আলেম লোকের বেশ
মন্দ কাজে সভ্য সমাজ
যদি করে শেষ।
পশুর মতো কর্ম যদি
দেখ কারো মাঝে
তুমি যাবে দূরে চলে
মহৎ কোন কাজে।
মুখের কথা শুনেই কেহ
ছুটবেনা তার পিছু
সবার আগে করবে যাচাই
আমল কত উচু।
         (০৫/১২/২০ইং)