জীবন নদীর স্রোতে ভেসে
যাচ্ছে সময় বয়ে
আর কতকাল থাকবে বসে
দুঃখ-ব্যথা সয়ে?
সময় থাকতে ভাঙ্গা তরী
ভাসাও নদীর বুকে
তা না হলে সারা জীবন
কাটবে শোকে শোকে।
শ্রম-সাধনা বিনে কভূ
পাবেনা সুখ ফিরে
যতই বসে কাঁদো তুমি
আপন ঘরে পরে।
শক্তি সাহস সঞ্চয় করে
আবাদ করলে শুরু
ফুল-ফসলে ভরবে মাঠ
থাকবেনা আর মরু।